Search
Close this search box.
Search
Close this search box.

পাক-ভারত উপকূলের দিকে ধেয়ে আসছে ‘নিলুফার’

NILUFARপাকিস্তান এবং ভারত উপকূলের দিকে অগ্রসর হয়ে আসছে সাইক্লোন নিলুফার। এটি বর্তমানে করাচি থেকে ১১৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া অধিদফতর। সাইক্লোনটি সামনের দিনগুলোতে দুই দেশের উপকূলে আঘাত হানতে পারে।

পাকিস্তানের আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর-পশ্চিম আরব সাগরে ৫ থেকে ৭ দিন আগে তৈরি হওয়া সাইক্লোনটি ক্রমেই ভারত ও পাকিস্তানের দিকে এগিয়ে আসছে।

chardike-ad

করাচির প্রধান আবহাওয়া তত্ত্ববিদ তওসিফ আলম বলেন, ‘‘আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টায় সাইক্লোনটি ওমান উপকূল থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।’’

তিনি বলেন, ‘‘সাইক্লোনটি উত্তর ও পূর্ব দিকে অগ্রসর হয়ে ভারতের গুজরাট, কুচে আঘাত হানবে। এছাড়া এটি পাকিস্তানের দক্ষিণ-পূর্বের সিন্ধ প্রদেশে আঘাত হানবে। সাইক্লোন নিলুফার এর প্রভাবে ভারী ও ব্রজসহ বৃষ্টিপাত হতে পারে। আগামী বুধ থেকে শুক্রবার পর্যন্ত ওইসব এলাকায় ঘূর্ণিঝড় প্রবাহিত হবে।’’-ডন।