Search
Close this search box.
Search
Close this search box.

প্রেসিডেন্ট পার্কের জনপ্রিয়তা কমছে

Park-Geun-hyeদক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুণ হে’র জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। পোলস্টার রিয়েলমিটার নামের একটি সংস্থার নিয়মিত সাপ্তাহিক জরিপে দেখা গেছে বর্তমান রাষ্ট্রপ্রধানের জনপ্রিয়তা দুইমাসের মধ্যে দ্বিতীয়বারের মতো পঞ্চাশ শতাংশের নীচে নেমে এসেছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহের সমীক্ষা বলছে, কোরিয়ার জনগণের মাঝে পার্কের জনপ্রিয়তা এখন ৪৯.৮ শতাংশ। এর আগে গত মাসে তাঁর জনসমর্থন প্রথমবারের মতো নেমে ৪৯.৭ শতাংশে দাঁড়ায়।

কোরিয়ার রিসার্চ অ্যান্ড রিসার্চ ইনিস্টিটিউটের জ্যেষ্ঠ বিশ্লেষক বে জং ছান বলছেন, রাষ্ট্রীয় কাজে ধীরগতি তাঁর জনপ্রিয়তা হ্রাসের অন্যতম কারন। এছাড়া পার্কের জনসংযোগে ঘাটতি, বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে ব্যর্থতা প্রভৃতি কারনেও জনগণের কাছে প্রেসিডেন্টের গ্রহনযোগ্যতা কমেছে বলে মন্তব্য করেন তিনি।

chardike-ad

হংইক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ছুং গুন খি’র মতে, অর্থনীতির মন্থর গতি, পুঁজিবাজারে মন্দা ও উত্তর কোরিয়া ইস্যুতে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতা পার্কের জনসমর্থন হ্রাস করেছে।

বিশেষজ্ঞরা বলছেন জনপ্রিয়তার এই নিম্নগতি ঠেকাতে প্রেসিডেন্ট পার্ককে যত দ্রুত সম্ভব নীতিনির্ধারণী কৌশলে পরিবর্তন এনে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মনোযোগী হতে হবে।