Search
Close this search box.
Search
Close this search box.

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

fifa

আন্তর্জাতিক ম্যাচ না খেললেও ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে র‌্যাঙ্কিংয়ের নতুন তালিকা প্রকাশ করে ফিফা।

chardike-ad

বর্তমানে ১৭৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। পূর্বে বাংলাদেশের অবস্থান ছিল ১৮১। শুক্রবার শ্রীলঙ্কা ফুটবল দলের বিপক্ষে মাঠে নামছেন মামুনুল-এমিলিরা। দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে দুই দল।

আন্তর্জাতিক এই দুটি ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেলে আবারো র‌্যাঙ্কিং কমতে পারে বাংলাদেশের। শ্রীলঙ্কার অবস্থান ১৭৪ নম্বরে।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা ও তৃতীয় স্থানে কলম্বিয়া।

এদিকে পাঁচ নম্বর থেকে চারে উঠে এসেছে বেলজিয়াম। পাঁচে নেমেছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের পর ছয়ে রয়েছে ব্রাজিল। এরপর রয়েছে ফ্রান্স, উরুগুয়ে, পর্তুগাল ও স্পেন।