Search
Close this search box.
Search
Close this search box.

কারওয়ানবাজারে বিএসইসি ভবনের আগুন নিয়ন্ত্রণে

bcic_fire

প্রায় পৌনে দুই ঘণ্টা পর রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর আগে দুপুর পৌনে ১২টার দিকে আগুন লাগে।

chardike-ad

ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর মেজর মাহবুবর রহমান আগুন নিয়ন্ত্রণের সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেছেন, ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের কর্মীরা চেষ্টার ফলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভবনটির ১১ তলার আমার দেশ পত্রিকার অফিস থেকে আগুনের সূত্রপাত হয়।

ভবনটিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও আরটিভি এবং দৈনিক পত্রিকা আমার দেশ, যমুনা ওয়েল, এমএসআই, ইস্টার্ন ক্যাবল শেয়ার অফিস, ড্যান্ডি ডাইং, ড্যান্ডি ফ্যাশন এন্ড ফুড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ঢাকা অফিস, ইসলামিক টিভি, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামিক ইন্স্যুরেন্স, আরব-বাংলাদেশ ব্যাংক, ইটালিয়ান ভিসা এজেন্ট, বাংলাদেশ ইস্পাত বিএসইসির অফিসসহ আরো অনেকগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

আরটিভির প্রধান বার্তা সম্পাদক লুৎফর রহমান জানান, বাসায় থাকা অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে তাকে বিএসইসি ভবনের ষষ্ঠ তলার অফিস থেকে টেলিফোনে আগুনের সূত্রপাতের কথা জানানো হয়। এর কয়েক মিনিটের মধ্যেই তিনি ওই ভবনের নিচে এসে সহকর্মীদের খোঁজ-খবর নেন।

এর আগে ২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি ভবনটির ষষ্ঠ তলায় আগুন লাগে। এতে তিনজন নিহত হন। আহত হন শতাধিক ব্যক্তি।