Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় অর্ধেকেরও বেশী প্রসূতি মা বিষণ্ণতায় ভোগেন

কোরিয়ায় প্রতি দশজন মায়ের অন্তত ছয় জন বাচ্চা জন্মদানের পর পাঁচ বছর পর্যন্ত সময়কালে স্বল্প বা দীর্ঘমেয়াদী বিষণ্ণতায় ভোগেন। ইনহা বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণার ফলাফলে এমন তথ্য পাওয়া গেছে।

depressed_mother২০০৮ সালে মা হওয়া ১৩৩২ জন কোরিয়ান নারীর উপর পরিচালিত এ জরিপে অংশগ্রহণকারীদের ৬০ শতাংশই জানান যে তাঁরা ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে অন্তত একবার বিষণ্ণতায় ভুগেছেন। এর প্রধান কারন হিসেবে উঠে এসেছে বাচ্চা লালনপালনের চাপ, আত্মমর্যাদাবোধের অভাব, দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন প্রভৃতি।

chardike-ad

মাত্রাতিরিক্ত বিষণ্ণতার ভুক্তভোগী মায়েদের সংখ্যাও চার বছরে ৬.২ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২০১২ সাল নাগাদ ৭.৭ শতাংশে উন্নীত হয়েছে।

গবেষকরা বলছেন প্রসূতি মায়েদের প্রতি সামাজিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এবং তাদেরকে বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় করার মাধ্যমে বিষণ্ণতার এ হার কমিয়ে আনা সম্ভব।