Search
Close this search box.
Search
Close this search box.

বৃটিশ প্রধানমন্ত্রীকে ধাক্কা

BRITISH PRIMINISTERযেনতেন কথা নয় বিশ্বের ক্ষমতার দেশের প্রধানমন্ত্রীকে ধাক্কা। আর বিষয়টি নিয়ে তোলপাড় চলছে বৃটেন জুড়ে। বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে ধাক্কা দেয়ায় ডেন বেলবোয়া ফারলে নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ইংল্যান্ডের লিডস শহরে ঘটনাটি ঘটেছে।

গতকাল সোমবার সিভিক হলে এক সংবাদ সম্মেলন শেষে বের হয়ে গাড়িতে ওঠার জন্য নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাঁটছিলেন প্রধানমন্ত্রী। এ সময় হঠাৎ করেই জগিংরত এক যুবক বৃটিশ প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ধাক্কা মারেন। সঙ্গে সঙ্গে সামনের দিকে সরে যান ক্যামেরন। নিরাপত্তা রক্ষীরা ঘটনা সামাল দিলেও ধাক্কাটা ঠিকই লেগেছে প্রধানমন্ত্রীর গায়ে।

chardike-ad

এদিকে হামলার ঘটনায় নিয়ে কড়া-সমালোচনা হচ্ছে বৃটেন জুড়ে। প্রশ্ন উঠেছে দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। পুলিশকে ইতিমধ্যে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।

বৃটেনের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ‘‘ঘটনাটি বৃটেনের নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ।বৃটেন এমনিতেই সন্ত্রাসী হামলার হুমকিতে রয়েছে।’’

এদিকে গ্রেফতার হওয়া যুবককে ফারলে কে আটকের পর আবার ছেড়ে দিয়েছে বৃটিশ পুলিশ।আটক ফারলে জানায়, ‘‘ঘটনাটি ভূল বুঝাবুঝির কারণে ঘটেছে’’।একি দাবি করেছেন ফারলের মা। তিনি বলেন, ‘‘আমার ছেলে জগিং এর জন্য জিমে যাচ্ছিলো। যা ঘটেছে তা একটা ভুল বোঝাবুঝি।’’

ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বৃটিশ এমপি কেইথ ভাজ বলেন, ‘‘লোকটিকে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে যাবার সুযোগ দেয়া মোটেও উচিতি হয়নি। গত সপ্তাহেই কানাডার সংসদ হামলার শিকার হয়েছিল।’’

তিনি বলেন, ‘‘আমাদের এটা সৌভাগ্য যে লোকটি প্রধানমন্ত্রীকে কোন আক্রমণ করেনি।দেশে নিরাপত্তা আরো বাড়ানো দরকার এবং এ ঘটনা থেকে শিক্ষা নেয়া উচিত।’’-গার্ডিয়ান।