Search
Close this search box.
Search
Close this search box.

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

latif-siddikiহজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তির অভিযোগে ধর্ম অবমাননার মামালায় আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।সোমবার ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা এ আদেশ দেন।

আদালতে হাজির না হওয়ায় এ দিন মামলার বাদীপক্ষ লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করলে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন। গ্রেফতারি পরোয়ানার তামিলের প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করা হয়।

chardike-ad

মামলার এজাহার থেকে জানা গেছে, ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কের স্থানীয় টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, “আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী। হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরব গিয়েছে। তাদের কোনো কাম নাই। তাদের কোনো প্রোডাকশন নাই। শুধু রিডাকশন করতেছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা নিয়ে ওখানে দিয়ে আসছে। অ্যাভারেজে যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায় প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে পাঁচশ কোটি টাকা খরচ হয়।’’