Search
Close this search box.
Search
Close this search box.

সোহাগ গাজীর বোলিংয়ে নিষেধাজ্ঞা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সময়ের অন্যতম সফল স্পিনার সোহাগ গাজীকে আন্তর্জাতিক ক্রিকেটে বল করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছেন।

sohag_gazi_banned

chardike-ad

বিসিবিস প্রধান নির্বাহী নিজামউদ্দীন আহমেদের বরাত দিয়ে আকরাম খান বলেন, “তাঁর (সোহাগ গাজী) বোলিং অ্যাকশন নির্ধারিত ১৫ ডিগ্রীর সীমার বাইরে।” তবে তাঁর ব্যাপারে পরবর্তী করণীয় সম্পর্কে আইসিসি এখনও পর্যন্ত কিছু জানায় নি বলেও জানান আকরাম খান।

উল্লেখ্য, বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে আম্পায়াররা সোহাগের বোলিং সন্দেহজনক বলার পর নিয়ম অনুযায়ী কার্ডিফের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়। পরীক্ষার পর দেশে ফিরে ডানহাতি এই অফব্রেক স্পিনার জানিয়েছিলেন, পরীক্ষায় ইতিবাচক ফল আশা করছেন তিনি।

একই সফরে গাজীর পরপরই সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত আল-আমিন হোসেনও গত ৩ অক্টোবর পরীক্ষা দিয়ে এসেছেন।

সম্প্রতি বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে বল করার অধিকার হারিয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামস, পাকিস্তানের সাঈদ আজমল ও শ্রীলংকার সুচিত্রা সেনানায়েকে। সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়ে চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও আদনান রাসুল, ভারতের সূর্যকুমার যাদব এবং দক্ষিণ আফ্রিকার প্রেনেলান সুব্রায়েন।