Search
Close this search box.
Search
Close this search box.

বদলে যাচ্ছে ‘সেলফি’, আসছে ‘গ্রুফি’

groupy

ধীরে ধীরে স্মার্টফোনের দৌলতে জনপ্রিয় হয়ে উঠেছে সেলফি। কিন্তু হাল ফ্যাশানে একই জিনিস খুব বেশি দিন তো আর ভাল লাগে না৷ আর আমরা অনেকেই নিজের বন্ধুবান্ধবদের সঙ্গে মিলে যেকনোও কাজ করতে পছন্দ করি। সেখানে সকলেই নিজেদের গ্রুপ ছবি সেলফি আকারে তুলছে।

chardike-ad

এতদিন নিজের সেলফিতে কেবল আপনি একা থাকতেন, এবার থেকে বন্ধুবান্ধদের নিয়ে সেলফি তুলবেন৷ কিন্তু সেলফির কনসেপ্টের বদল যেমন হল তেমন এর নাম পরিবর্তনও প্রয়োজন৷

তবে এ বিষয়ে আপনাকে আর ভাবতে হবে না। সোশ্যাল সাইটগুলি অনেক আগেই এই ধরণের ছবির নাম ঠিক করে ফেলেছেন৷ গ্রুপ ছবির সেলফির নতুন নাম ‘গ্রুফি’।

মোবাইল কোম্পানিগুলিও বর্তমানে ব্যাপক হারে এই শব্দ ব্যবহার করছে। এমনও বলা যায় যে, এটিকেই তাদের বিশেষত্ব বলে গ্রাহকদের প্রলোভন দেখাচ্ছেন।

তবে যে যাই বলুন, সেলফির মতই ধীরে ধীরে গ্রুফি শব্দটাও মানুষের মুখে মুখে ঘুরবে। ব্যস আর কয়েকদিনের অপেক্ষা মাত্র।