Search
Close this search box.
Search
Close this search box.

আসছে সার্ক সংগীত

saarcইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন এবং দক্ষিণপূর্ব এশিয়ার জোট আসিয়ানসহ বিশ্বের বিভিন্ন আঞ্চলিক জোটের মতো সার্কও নিজেদের একটি সংগীত চালু করার উদ্যোগ নিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের জন্য রয়েছে ‘আনন্দ কাব্য’ (ওড টু জয়) সংগীত। আফ্রিকান ইউনিয়নের রয়েছে ‘এসো আমরা ঐক্যবদ্ধ হই’। আর আশিয়ানের রয়েছে ‘আশিয়ান ওআয়া’।

chardike-ad

এবার সার্ক শীর্ষ সম্মেলনের জন্য গৃহীত হবে সার্ক সংগীত। নেপালে ভারতীয় কূটনীতিক অভয় কুমার এই সংগীত রচনা করেছেন। এতে সুর দিয়েছেন নেপালের সুরকার সাপান ঘিমরে।

আটটি সার্ক সদস্য দেশের রাষ্ট্রীয় ভাষায় গানটি অনুবাদ করে একই সুরারোপ করা হবে। গানটিতে সাধারণ বাদ্যযন্ত্রের বাইরেও সদস্য দেশগুলোর বিশেষ প্রচলিত বাদ্যযন্ত্রের ব্যবহার করা হবে।

যেমন: বাংলাদেশের বাঁশি, নেপালের মাদল, আফগানিস্তানের রুবাব, হিন্দুস্তানি মৃদঙ্গ বিশেষভাবে ব্যবহার করা হবে।

এই সংগীতের মূল বিষয় হিসেবে রয়েছে সার্ক অঞ্চলের ভৌগোলিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। গানটি বাংলা, ধিবেহী (মালদ্বীপের ভাষা), জোংখা (ভুটান), সিংহলা (শ্রীলঙ্কা), নেপালি, পশতু (আফগানিস্তান), ঊর্দু এবং হিন্দি ভাষায় লেখা থাকবে।