Search
Close this search box.
Search
Close this search box.

টাকা আয়ের চেয়ে ব্যয় বেশি কঠিন!

jackচীনের সবচেয়ে ধনী ব্যবসায়ী জ্যাক মা বলেছেন, টাকা আয় করার চেয়ে ব্যয় করাটাই তার কাছে বেশি কঠিন বলে মনে হয়। ৫০ বছর বয়স্ক সাবেক স্কুলশিক্ষক বিশ্বখ্যাত ই-বাণিজ্য সংস্থা আলিবাবা’র প্রতিষ্ঠাতা জ্যাক মা’র সম্পদের পরিমাণ বর্তমানে ২৪ বিলিয়ন ইউএস ডলার। গত মঙ্গলবার একদিনে তার ব্যবসা প্রতিষ্ঠান নয় বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করেছে।

প্রসঙ্গত, আলিবাবা সম্প্রতি ওয়ালমার্টকে হটিয়ে বিশ্বের এক নম্বর খুচরা পণ্য বিক্রয় প্রতিষ্ঠানে পরিণত করেছে।

chardike-ad

তার এ সাফল্যে স্বভাবতই তার খুশি হওয়ার কথা, কিন্তু আসলে তা নয়।
তিনি জানান, চীনের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হওয়া তার জন্য সুখকর নয়।

সিএনবিসি নিউজকে তিনি বলেন,‘‘আমি আসলে সুখি নই’’ ‘‘খুব বেশি চাপ, লোকজন বলে, ‘হ্যা জ্যাক, তুমি ধনী…..খুব ভালো।’ হ্যাঁ, এটা ভালো তবে তা চীনের সবচেয়ে ধনী ব্যক্তির জন্য নয়।’’

তিনি আরো বলেন, ‘‘তুমি যখন দুনিয়ার সবচেয়ে ধনী ব্যাক্তিতে পরিণত হবে তখন তোমার চারপাশের লোকজন টাকার জন্য তোমাকে ঘিরে রাখবে, এটা অনেক কষ্টের, আজ যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই লোকজন আমার দিকে ভিন্ন দৃষ্টিতে তাকায়। আমি আসলে আমার মতো থাকতে চাই।’’

টাকা আয় করার চেয়ে টাকা ব্যয় করা বেশি কঠিন উল্লেখ করে তিনি বলেন, ‘‘তোমার ১১টি বাড়ি কেনার প্রয়োজন নেই, আসলে আমি একটি ফাউন্ডেশন করতে চাই যেখানে ব্যবসায়িক পদ্ধতিতে টাকা ব্যয় করা হবে। একটা কার্যকর পদ্ধতি, যাতে লোকজন বেশি উপকৃত হবে।’’