Search
Close this search box.
Search
Close this search box.

পেলের টুইট: আমি ভালো আছি

peleব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে এক টুইট বার্তায় জানিয়েছেন, কিডনির পাথর অপসারণ অস্ত্রোপচারের পর তিনি ‘ভালোভাবেই সাড়া দিচ্ছেন’। তিনি হাসপাতালে আছেন তবে তার ‘ইনটেনসিভ কেয়ার ইউনিটে’ থাকার তথ্যটি সঠিক নয়।

৭৪ বছর বয়সী পেলে সোমবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন।

chardike-ad

এরপর খবর ছড়ায়,  মুত্রঘটিত সংক্রমণে চিকিৎসার জন্য  তাকে ‘ইনটেনসিভ কেয়ার ইউনিটে’ এ নেওয়া হয়েছে।

এ মাসের শুরুর দিকে পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। পরে তার কিডনিতে পাথর ধরা পড়ে। অস্ত্রোপচারের পর ১৩ নভেম্বর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।

৩ বারের বিশ্বকাপজয়ী এই ফুটবলার ‘চিকিৎসকের বিশেষ পর্যবেক্ষণে’ আছেন- বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে। তবে পেলে নিজেই নিশ্চিত করেছেন, ব্যক্তিগত গোপনীয়তার জন্যই তিনি ‘ইনটেনসিভ থেরাপি ইউনিটে’ ছিলেন।

এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পেলের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং ইনটেনসিভ থেরাপি ইউনিটের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান থাকবে। সূত্র: গোল ডটকম

pele-tweet