Search
Close this search box.
Search
Close this search box.

ফেসবুকে ‘সে থ্যাংকস’ ভিডিও বানাবেন যেভাবে

saythanks

ফেসবুকে সম্প্রতি ‘সে থ্যাংকস’ নামে নতুন একটি টুল চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এই টুলের সাহায্যে বন্ধুর সঙ্গে আপনার প্রিয় মুহূর্তগুলোর ভিডিও তৈরি করে বন্ধুকে ধন্যবাদ জানাতে পারবেন।

chardike-ad

আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করা পুরনো পোস্ট ও ফটো কাজে লাগিয়ে ভিডিওটি করা যাবে। ইচ্ছা হলে এর সঙ্গে আপনি জুড়ে দিতে পারেন ইচ্ছামত থিম।

ফেসবুক আপনাকে ভিডিও তৈরি করে প্রথমে তার প্রিভিউ দেখাবে। আপনি সন্তুষ্ট হলে ‘ক্লিক’ বোতাম ক্লিক করলেই ফেসবুকে পোস্ট হয়ে যাবে এই ভিডিও। যে বন্ধুকে আপনি ধন্যবাদ জানাতে চান তিনি নিজে থেকেই ট্যাগ হয়ে যাবেন। সহজেই তার কাছে পৌঁছে যাবে ধন্যবাদের বার্তা। এভাবে যাকে খুশি, যতজনকে খুশি ধন্যবাদ জানাতে পারবেন আপনি।

যেভাবে ‘সে থ্যাংকস’ ভিডিও বানাবেন:

প্রথমে ফেসবুকে লগইন করে লিখুন www.facebook.com/thanks । এবার আপনার একজন বন্ধুর নাম ক্লিক করুন। থিম পছন্দ করুন। এবার ভিডিওতে যুক্ত করার জন্য আপনার টাইমলাইন থেকে ছবি ও পোস্ট পছন্দ করুন।

তথ্যসূত্র : দ্য ভার্জ