Search
Close this search box.
Search
Close this search box.

বাহরাইনে নির্বাচন, বর্জন শিয়াদের

bahrain-electionআরব বসন্তের পর প্রথমবারের মতো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বাহরাইনে।

এক খবরে বিবিসি জানিয়েছে, দেশটির শিয়াপন্থী দলগুলো শনিবারের এই নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পরেও সরকারের পক্ষ থেকে সবদলকে বিভেদ ভুলে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

chardike-ad

সুন্নি রাজবংশ দ্বারাশাসিত হলেও বাহরাইনে শিয়ারাই সংখ্যাগরিষ্ঠ। শিয়াপন্থী দলগুলোর জোট আলওয়েফাক এ নির্বাচনকে ‘ফাঁকিবাজি’ বলে অভিহিত করেছে। একইসাথে তারা আল-খলিফা রাজবংশের প্রভাবমুক্ত স্বাধীন প্রধানমন্ত্রী নির্বাচনের দাবি জানিয়েছে।

দেশটির সরকারের থেকে বলা হয়েছে, আল ওয়েফাকসহ সবার সাথে আলোচনার দরজা সবসময় খোলা আছে। তবে কোন ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

এবারের নির্বাচনে প্রায় ৪০টি আসনে ২৬৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের বেশিরভাগই সুন্নিপন্থী।

প্রসঙ্গত, কৌশলগত কারণে বাহরাইন রাজনৈতিকভাবে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশটিতে মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে।

নাগরিক অধিকারের দাবিতে ২০১১ বাহরাইনে বিক্ষোভ শুরু হলেও সৌদি আরবের সহায়তায় দেশটির সরকার এ বিক্ষোভ কঠোর হস্তে দমন করে।