Search
Close this search box.
Search
Close this search box.

বিজ্ঞাপনমুক্ত ওয়েব চালুর চিন্তা গুগলের

contributor-googleইন্টারনেটে বিজ্ঞাপনের ভিড়ে এখন বিষয়বস্তু খুঁজে পাওয়াই দুষ্কর। বাজার এবং ব্যয়ের কথা চিন্তা করেইসেবা প্রদানকারী সংস্থাগুলো ব্যয় মেটাতে বাধ্য হয়েই বিজ্ঞাপনের দ্বারস্থ হয়।

তবে আশার কথা হল, বিজ্ঞাপনে বিরক্ত ইন্টারনেট ব্যবহারকারীদের সুবিধার্থে বিজ্ঞাপনমুক্ত ওয়েবসেবা চালুর প্রকল্প হাতে নিয়েছে টেক জায়ান্ট গুগল।

chardike-ad

শুক্রবার এক খবরে বিবিসি জানিয়েছে, ‘কনট্রিবিউটার’ নামের বিজ্ঞাপনমুক্ত একটি সেবা পরীক্ষামূলকভাবে চালুর ঘোষণা দিয়েছে এ টেক জায়ান্ট।

তবে নির্ধারিত ফির বিনিময়ে ব্যবহারকারীরা এ সুবিধা উপভোগ করতে পারবেন। এতে বিজ্ঞাপনের বদলে পিক্সেলেটেড প্যাটার্ন দেখা যাবে।

প্রাথমিকভাবে উইকি হাউ, ম্যাশেবল, ইমগুর, সাইন্স ডেইলি এবং আরবান ডিকশনারি সাইটগুলো এ সেবার আওতায় আসছে।

১ থেকে ৩ মার্কিন ডলার মাসিক ফির বিনিময়ে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এ ওয়েবসাইটগুলোর বিজ্ঞাপনমুক্ত ভার্সন দেখতে পারবেন। তবে প্রাথমকিভাবে গুগলের আমন্ত্রণপ্রাপ্তরাই কনট্রিবিউটার হওয়ার সুযোগ পাবেন।

প্রসঙ্গত, এর আগেও রিডেবিলিটি নামের একই ধরনের ইন্টারনেট সেবা চালু করা হয়েছিল। কিন্তু ২০১২ সালে এটি বন্ধ হয়ে যায়।