Search
Close this search box.
Search
Close this search box.

বৃত্তি নিয়ে কোরিয়ায় উচ্চশিক্ষার সেরা প্রতিষ্ঠান কাইস্ট

kasit 2এশিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি কোরিয়া অ্যাডভান্সড ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি সংক্ষেপে ‘কাইস্ট’ নামে পরিচিত।  ২০১৪ সালে কিউএস র‍্যাংকিং এ এশিয়ায় দ্বিতীয় অবস্থান কাইস্টের। ১৯৭১ সালে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়টি কোরিয়াকে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তৈরী করেছে হাজার হাজার গবেষক, নতুন নতুন উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তিতে কোরিয়াকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়।

কোরিয়া অ্যাডভান্সড ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (কাইস্ট) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে দ. কোরিয়ার প্রথম গবেষণাধর্মী পাবলিক বিশ্ববিদ্যালয়। কোরিয়ার গবেষণার শহর বলে খ্যাত দেজনে ১৯৭১ সালে কোরিয়া সরকারের উদ্যোগে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। ২০১৩ সালের হিসেব অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে ১০ হাজার ২০০ জন নিয়মিত ছাত্রছাত্রী ও ১ হাজার ১৪০ জন গবেষক শিক্ষক রয়েছেন।

chardike-ad

২০১৩-১৪ শিক্ষাবর্ষে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে কাইস্টের অবস্থান ছিল বিশ্বে ৬০তম, এশিয়ায় ১২তম ও কোরিয়ায় ২য়। একই সংস্থার পৃথক একটি সমীক্ষায় ২০১৪ সালে এর অবস্থান ছিল কোরিয়ায় প্রথম ও এশিয়ায় দ্বিতীয়। কিউএসের ম্যাটেরিয়াল সায়েন্স র‍্যাঙ্কিং ও বিজ্ঞান-প্রযুক্তি র‍্যাঙ্কিংয়ে চলতি বছর কাইস্টের অবস্থান বিশ্বে যথাক্রমে ১৬তম ও ২৪তম। এছাড়া টাইমস হায়ার এডুকেশন ৫০ বছরের কম বয়সী বিশ্ববিদ্যালয়গুলোর একটি আন্তর্জাতিক তালিকায় ইন্সটিটিউটটিকে ৩য় সেরার স্থান দিয়েছে।

আন্ডারগ্রাজুয়েটে ভর্তি 

কাইস্ট ২০১৫ ফল সেশনে স্নাতক শ্রেণীতে ভর্তি কার্যক্রম ডিসেম্বরে শুরু হচ্ছে। আন্তর্জাতিক শিক্ষার্থী ক্যাটাগরিতে ৩১ আগস্ট ২০১৫-এর মধ্যে উচ্চ মাধ্যমিক পড়াশুনা সম্পন্ন করবেন এমন যে কেউ ভর্তির জন্য আবেদন করতে পারেন।

 আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত সময়সূচী

 

ক্যাটাগরি অগ্রিম আবেদনের সময়সীমা নিয়মিত আবেদনের সময়সীমা
অনলাইন আবেদন ১লা ডিসেম্বর ২০১৪, সোমবার সকাল ১০টা- ২৬ ডিসেম্বর ২০১৪, শুক্রবার বিকেল ৫টা ২৯ ডিসেম্বর ২০১৪, সোমবার সকাল ১০টা- ১৭ এপ্রিল ২০১৫, শুক্রবার বিকেল ৫টা
ডাকযোগে আনুষঙ্গিক কাগজপত্রসহ পূর্ণাঙ্গ আবেদনপত্র জমা** ১৩ ফেব্রুয়ারি ২০১৫, শুক্রবার বিকেল ৫টা ২৯ মে শুক্রবার, ২০১৫ শুক্রবার বিকেল ৫টা
সাক্ষাৎকারের আমন্ত্রণপত্র ২৯ মার্চ ২০১৫, সোমবার বিকেল ৫টা ১৫ই জুন ২০১৫, সোমবার বিকেল ৫টা
সাক্ষাৎকার ১১ মার্চ, বুধবার- ১৩ মার্চ, শুক্রবার ২০১৫ ১৭ জুন, বুধবার- ১৯ জুন, শুক্রবার ২০১৫
ভর্তির নিশ্চয়তাপত্র প্রদান ২৭ মার্চ ২০১৫, শুক্রবার বিকেল ৫টা ৩ জুলাই ২০১৫, শুক্রবার বিকেল ৫টা
ভর্তিচ্ছু কর্তৃক জবাব প্রদান ৩০ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে ৩১ জুলাই ২০১৫, শুক্রবার বিকেল ৫টার মধ্যে
ক্লাশ শুরু ১লা সেপ্টেম্বর, ২০১৫ মঙ্গলবার ১লা সেপ্টেম্বর, ২০১৫ মঙ্গলবার

 

* সকল সময় দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় অনুযায়ী প্রদত্ত এবং কোনরূপ পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তন হতে পারে।

** উল্লেখিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সকল কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের হাতে পৌঁছাতে হবে।

** সাক্ষাৎকার সকল নির্বাচিত প্রার্থীর জন্য প্রযোজ্য নয়। সাক্ষাৎকার আবশ্যক হলে সংশ্লিষ্ট প্রার্থীর সাথে যোগাযোগ করা হবে।

kaistআবেদন ফি

আবেদন ফি ৮০ মার্কিন ডলার বা ৮০ হাজার কোরিয়ান উওন। ফি ক্রেডিট কার্ড বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে। ব্যাংক চার্জসহ যে কোন অতিরিক্ত ফি প্রার্থী কর্তৃক পরিশোধিত হতে হবে। এই অর্থ অফেরতযোগ্য এবং জমা দেয়ার পর আবেদনপত্রে কোনরূপ সংশোধন গ্রহণযোগ্য হবে না।

বৃত্তি ও যোগ্যতা

ভর্তির জন্য আবেদনকারী যে কোন বিদেশী শিক্ষার্থী

বৃত্তির অন্তর্ভুক্ত বিষয়াদি

– সম্পূর্ণ টিউশন ফিঃ নির্ধারিত ৮ সেমিস্টারের মধ্যে স্নাতক সম্পন্ন করতে হবে।

– থাকাখাওয়ার খরচ বাবদ মাসিক ২ থেকে সাড়ে ৩ লক্ষ কোরিয়ান উওন।

– চিকিৎসা বী…

শর্ত

কেএআইসএসটির ৪.৩ জিপিএ মানদণ্ডে ন্যূনতম ২.৭ ধরে রাখতে হবে।

আবেদনের সময়সীমা

ভর্তি আবেদনের অনুরূপ

বাছাই প্রক্রিয়া

ভর্তি বাছাইয়ের অনুরূপ

 

কোরিয়ার সরকারি বৃত্তি (কেজিএসপি)

– সম্পূর্ণ টিউশন ফিঃ নির্ধারিত ৮ সেমিস্টারের মধ্যে স্নাতক সম্পন্ন করতে হবে

– থাকাখাওয়া বাবদ ৮ লক্ষ কোরিয়ান উওন

– বিমানভাড়াঃ ইকোনমি ক্লাসে একবার আসাযাওয়া

– কোরিয়ান ভাষার কোর্স ফিঃ এক বছর ( কেজিএসপি নিয়ে পড়াশোনার ক্ষেত্রে কোরিয়ান ভাষা শেখা বাধ্যতামূলক এবং এক বছরের মধ্যে টপিকে ন্যূনতম ৩ গ্রেড অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থী স্নাতক শ্রেণীর জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।)

অনান্যঃ চিকিৎসা বীমা, থাকাখাওয়ার খরচ ও প্রত্যাবর্তন ফি

* কোরিয়ার সরকারী বৃত্তি নিয়ে আবেদনের সময় প্রতিবছর অক্টোবরের প্রথম সপ্তাহ। সময় কিছুটা পরিবর্তন হতে পারে।

কাইস্টে আবেদনের আগে যা জানা প্রয়োজন

– কাইস্ট কোরিয়ার একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে শতভাগ কোর্স ইংরেজিতে করানো হয়। আবেদনের ক্ষেত্রে আইইএলটিএস স্কোর কমপক্ষে সাড়ে ছয় থাকা জরুরী। ইংরেজিতে ভাল না হলে কাইস্টে পড়াশোনা করা অনেক কষ্টকর।

– কাইস্টে ভর্তি হওয়া মানে টিউশন ফি পুরোটায় ফ্রি। তবে থাকা খাওয়া খরচ বাবদ ২থেকে ৩লাখ উওন দিবে যা কোরিয়ায় থাকা খাওয়ার জন্য পর্যাপ্ত নাও হতে পারে।

ভর্তি সংক্রান্ত আরও তথ্যের জন্যঃ http://admission.kaist.ac.kr/international

কোরিয়ার সরকারি বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতেঃ http://www.studyinkorea.go.kr/en