Search
Close this search box.
Search
Close this search box.

১২৪ রানের জয়ে সিরিজ টাইগারদের

bangladesh-cricket-teamতৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১২৪ রানে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল বাংলাদেশ। বুধবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে স্বাগতিকদের ২৯৭ রানের জবাবে ৩৯.৫ ওভারে ১৭৩ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৯৭ রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ। ৩০.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে সফরকারীরা করতে পেরেছে ১২৮ রান। সানি, সাকিবের পর এবার উইকেট নিয়েছেন মাহমুদুল্লাাহ। রেজিস চাকাব্বাকে ১৪ রানে বোল্ড করে ফেরত পাঠিয়েছেন তিনি। এরপর পিজে মুরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ম্যাচে নিজের ২য় উইকেট তুলে নেন রুবেল।

chardike-ad

তাই ম্যাচ ও সিরিজ জিততে আর ৩ উইকেট চাই টাইগারদের।

আবারও প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় রান তাড়া করতে গিয়ে চাপের মুখে পড়ে জিম্বাবুয়ে। পরপর ২ ওভারে আরও ২ উইকেট হারিয়ে ৩ উইকেটে ৮০ রানে থেকেই ৫ উইকেটে পরিণত হয় সফরকারীরা। সোলেমন মিরের উইকেটটি নিয়েছেন আরাফাত সানি। আর টেলরকে ফিরিয়েছেন সাকিব আল হাসান।

অধিনায়ক মাশরাফির জোড়া আঘাতের পর জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন রুবেল হোসেন। বাংলাদেশের করা ২৯৭ রানের চ্যালেঞ্জ গ্রহণ করে ব্যাট করতে নেমে শুরুতেই মাশরাফি তোপের শিকার হয়েছে সফরকারীরা। মাত্র ৬ বল খেলে দুটি বাউন্ডারিতে ৯ রান করা সিবান্দাকে আর বিপজ্জনক হয়ে উঠতে দেননি না বাংলাদেশ অধিনায়ক।

মাশরাফির বাউন্সার পুল করতে গিয়ে আকাশে বল তুলে দেন সিবান্দা। লং লেগে অনেক দুর দৌড়ে গিয়ে বল তালুবন্দী করলেন আরাফাত সানি। ফলে ৯ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে জিম্বাবুয়ের।

এর পর নড়াইল এক্সপ্রেসের শিকার জিম্বাবুয়ের সেরা ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। ইনিংসের ৫ম ওভারের প্রথম বলেই মাসাকাদজাকে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন মাশরাফি।

এর আগে দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা।

ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান আনামুল হক। এছাড়া তামিম ও সাকিব দু’জনেই ৪০ রান করেন।

জিম্বাবুয়ের পক্ষে পানিয়াঙ্গারা ২টি এবং মাসাকাদজা, মাদজিবা ও কামুনগোজি একটি করে উইকেট পান।

বাংলাদেশ একাদশে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার আল আমিনের জায়গায় দলে এসেছেন শফিউল ইসলাম। জিম্বাবুয়ের একাদশে এসেছে ৩টি পরিবর্তন।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজে এরইমধ্যে প্রথম ২ ম্যাচ জিতে ২-০ তে এগিয়ে রয়েছে টাইগাররা। তাই বাংলাদেশর সামনে আজ সিরিজ জয়ের সুযোগ।