Search
Close this search box.
Search
Close this search box.

৩০ সেকেন্ডে চার্জ হবে স্মার্টফোন!

nanodotভাবা যায়, মাত্র ৩০ সেকেন্ডে চার্জ হবে স্মার্টফোন? কল্পনা বা গুজব নয়, সম্প্রতি ইসরায়েরল ভিত্তিক স্টোরডট নামের এক কোম্পানি এ ধরনের একটি যন্ত্র উদ্ভাবন করেছে।

শুধু তাই নয়, ন্যানোডট নামের এ যন্ত্র দিয়ে কয়েক মিনিটের মধ্যেই একটি আস্ত ইলেকট্রিক কারও চার্জ করা যাবে।

chardike-ad

স্টোরডট জানিয়েছে, ন্যানো টেকনোলজির সাহায্যে পেপটাইড অণু ব্যবহার করে এ যন্ত্র তৈরি করা হয়েছে।

স্টোরডট জানিয়েছে, ন্যানোডট টেকনোলজিসহ একটি ফোনের দাম সাধারণ ফোনের চেয়ে ১০০ থেকে ১৫০ মার্কিন ডলার বেশি হতে পারে। এই ৩ বছর মেয়াদি এই ফোন অন্তত দেড় হাজার বার রি-চার্জ করা যাবে।

এছাড়া একই প্রযুক্তি ব্যবহার করে স্টোরডট একটি ব্যাটারি তৈরি করেছে, যা সাধারণ ব্যাটারির চেয়ে বেশি চার্জ ধরে রাখবে। ২০১৬ সালের দিকে এ ব্যাটারির ব্যবহারযোগ্য সংস্করণ বাজারে আসতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে