Search
Close this search box.
Search
Close this search box.

অবসরে টিভি দেখাই বেশী পছন্দ কোরিয়ানদের

কোরিয়ায় মানুষের অবসর সময়ের পরিমাণ বাড়লেও ছুটি কাটানোর উপায়ে তেমন কোন পরিবর্তন আসে নি। বন্ধের দিনগুলো বেশিরভাগ কোরিয়ানই পার করছেন টিভি দেখে আর ইন্টারনেটে ঘোরাঘুরি করে। সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয় এবং কোরিয়া সংস্কৃতি ও পর্যটন ইন্সটিটিউটের এক যৌথ সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে।

5752907723_3ae8d61997_z (Custom)জরিপ প্রতিবেদন বলছে, একজন কোরিয়ান সাধারণ কর্মদিবসে গড়ে ৩.৬ ঘণ্টা ও ছুটির দিনে ৫.৮ ঘণ্টা বিশ্রামের সুযোগ পান। বছর দুয়েক আগের এক সমীক্ষার তুলনায় যা যথাক্রমে ০.৩ ও ০.৭ ঘণ্টা বেশী। ওই সময়ের তুলনায় এখনকার অবসর খরচও ৫ হাজার টাকা বেড়ে ১ লক্ষ ৩০ হাজার উওনে দাঁড়িয়েছে।

chardike-ad

অবসরের প্রিয় কাজ হিসেবে সবচেয়ে বেশী ৫১.৪ শতাংশ ভোট পড়েছে টিভি দেখার পক্ষে। দ্বিতীয় স্থানে থাকা ইন্টারনেট ব্রাউজিং আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুঁ মারার কাজটি পেয়েছে ১১.৫ শতাংশ ভোট। কোরিয়ানদের প্রিয় তালিকায় এরপরের অবস্থানগুলোতে রয়েছে হাঁটাহাঁটি (৪.৫ শতাংশ), অনলাইন গেম খেলা (৪ শতাংশ) ও গান শোনা (২.৫ শতাংশ)।