Search
Close this search box.
Search
Close this search box.

ছাড় পাবেন না রুবেলও

pappa-rubel

জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ‘ধর্ষণের’ অভিযোগে মামলা করেছেন চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপি। নারী ও শিশু নির্যাতন আইনে করা মামলায় চার সপ্তাহের আগাম জামিন নিয়েছেন রুবেল। কিন্তু মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বিসিবি শৃঙ্খলার বিষয়ে সর্বদাই কঠোর। শৃঙ্খলাভঙ্গ করায় সাকিবের মতো বিশ্বসেরা তারকাকে শাস্তি পেতে হয়েছে।

chardike-ad

তিনি বলেন, রুবেলের বিষয়েও ছাড় দেওয়া হবে না। তবে বিষয়টি রুবেলের ব্যক্তিগত হওয়ায় আগেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে না বোর্ড। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিসিবির শৃঙ্খলারক্ষা কমিটি। দোষী সাব্যস্ত হলে রুবেলের বিরুদ্ধেও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করে বিসিবি। সেখানে শহীদ মুশতাক ও শহীদ জুয়েল একাদশ মুখোমুখি হয়। ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন বিসিবি সভাপতি।

সেখানে তিনি বলেন, শৃঙ্খলার বিষয়ে তারা সব সময়ই কঠোর। এ বিষয়ে কাউকেই ছাড় দেওয়া হবে না।