Search
Close this search box.
Search
Close this search box.

ঢাবি ও ক্যাটালিস্টের মধ্যে সমঝোতা স্মারক

du catalistটেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগে ‘কৃষি সাংবাদিকতা’ বিষয়ে পূর্ণাঙ্গ কোর্স চালুর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কৃষি উন্নয়ন প্রকল্প ক্যাটালিস্টের মধ্যে বুধবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং ক্যাটালিস্টের জেনারেল ম্যানেজার মার্কাস এহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
ভিসি দফতরে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া, ক্যাটালিস্টের ক্রস সেক্টর প্রধান আশফাক এনায়েতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। এই সমঝোতা স্মারকের আওতায় কৃষি উন্নয়ন প্রকল্প ‘ক্যাটালিস্ট’ ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগে ‘কৃষি সাংবাদিকতা’ বিষয়ে পূর্ণাঙ্গ কোর্স চালুর ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদান করবে।
এছাড়া, এই দুই প্রতিষ্ঠান যৌথভাবে সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে এবং একাডেমিক তথ্য, গবেষণা উপাত্ত ও অভিজ্ঞতা বিনিময় করবে।