Search
Close this search box.
Search
Close this search box.

ফিফা র‌্যাকিংয়ে বাংলাদেশের অবনমন

fifa-ranking

ফিফা র‌্যাকিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার বছরের শেষ র‌্যাকিং প্রকাশ করে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা।

chardike-ad

সর্বশেষ র‌্যাকিং অনুযায়ী বাংলাদেশ ১৬৫তম অবস্থানে রয়েছে। এর আগে ১৬৩তম স্থানে ছিল মামুনুল-জাহিদরা। তবে এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে র‌্যাকিংয়ে বাংলাদেশের অবস্থান বেশ ভালো। প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ১৭১ ও ১৮৮ তে।

এদিকে বিশ্ব র‌্যাকিংয়ে সেরা দশে কোনো পরিবর্তন আসেনি। প্রথম স্থানে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। পরের স্থানটিতে রয়েছে আর্জেন্টিনা ।

ফিফা র‌্যাকিংয়ে শীর্ষ দশ
১. জার্মানি
২. আর্জেন্টিনা
৩. কলম্বিয়া
৪. বেলজিয়াম
৫. নেদারল্যান্ডস
৬. ব্রাজিল
৭. পর্তুগাল
৮. ফ্রান্স
৯. স্পেন
১০. উরুগুয়ে