Search
Close this search box.
Search
Close this search box.

বছরের সবচেয়ে ‘পঁচা’ গাড়ি শেভরোলেট

ugliest-car

২০১৪ সালে নতুন যেসব গাড়ির মডেল বাজারে এসেছে সেগুলোর মধ্যে সবচেয়ে পঁচা মডেলের তকমা পেয়েছে শেভরোলেট স্পার্ক ইভি মডেল। গত সপ্তাহে প্রকাশিত গাড়ির বীমাকারী প্রতিষ্ঠান কারইন্সুরেন্স ডটকমের এক জরিপে এতথ্য উঠে এসেছে।

chardike-ad

কারইন্সুরেন্স ডটকম বিভিন্ন মডেলের গাড়ির মালিকদের কাছ থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে এ র‌্যাংকিং করেছে।

এ বছর ০-১০ স্কেলে ৭.২৫ স্কোর পেয়ে ১০টি মডেলের মধ্যে নিচের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে শেভরোলেট স্পার্ক ইভি ।

সবচেয়ে খারাপ গাড়ির র‌্যাংকিং

১. শেভরোলেট স্পার্ক ইভি (৭.২৫)

২.কিয়াসোল (৬.৭৪)

৩.ফিয়াট ৫০০এল (৬.৪৮)

৪.বিএমডব্লিউ আই৩ (৬.১৪)

৫. মিৎসুবিসি মিরেজ (৫.৭২)

৬. টয়োটা ৪রানার (৫.১৩)

৭.মিৎসিবুসি আউটল্যান্ডার (৪.৯৫)

৮.জিপ চিরোকি (৪.৮২)

৯. হোন্ডা অ্যাকর্ড প্লাগ-ইন হাইব্রিড (৪.১)

১০.বিএমডব্লিউ আই৮ (৩.৫৯)