Search
Close this search box.
Search
Close this search box.

বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী আর নেই

স্বাধীনতার পদক জয়ী দেশের বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী আর নেই। রোববার রাতে তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন) করেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

চিত্রশিল্পী-কাইয়ুম-চৌধুরী-আর-নেইস্বাধীনতার পদক জয়ী শিল্পী কাইয়ুম চৌধুরী আজ রাত ৯টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

chardike-ad

ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত বেঙ্গল উৎসবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা এই শিল্পীকে মৃত ঘোষণা করেন ।

আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে তৃতীয় দিনের অনুষ্ঠান শুরুর আগে রাত ৮টা ৪০ মিনিটের দিকে কাইয়ুম চৌধুরী মঞ্চে বক্তৃতা দেয়ার পর হঠাৎ পড়ে মাথায় আঘাত পান ।
আশি বছর বয়সী এই শিল্পীকে সঙ্গে সঙ্গে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।

১৯৩৪ সালের ৯ মার্চ ফেনীতে জন্মগ্রহণ করেন কাইয়ুম চৌধুরী । ১৯৫৪ সালে ঢাকা আর্ট কলেজ থেকে তিনি ফাইন আর্টসে ডিগ্রি নেন এবং দেশের অন্যতম এক খ্যাতিমান শিল্পী হিসেবে দেশ-বিদেশে পরিচিতি লাভ করেন।

তার মৃত্যুর সংবাদে সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।