Search
Close this search box.
Search
Close this search box.

বিনা খরচে করুন বিশ্বভ্রমণ!

world-journeyবেশীদিন হয়নি- যখন মানুষ কথায় কথায় ‘কুয়ার ব্যাঙ’ কিংবা ‘ঘরকুনো’ বিশেষণগুলো ব্যবহার করতো বাঙালী জাতির জন্য। চুপচাপ হজম করা ছাড়া কিছুই করার ছিলনা তখন। ইউরোপ-আমেরিকার বুড়োবুড়ীরাও যেখানে ছুটি-ছাটায় পৃথিবীর এমাথা থেকে ওমাথায় রীতিমত তেড়েফুঁড়ে ঘুরে বেড়ায়, আমাদের দেশের তরতাজা জোয়ানদের সেখানে দৌড় ছিল বড়জোর কক্সবাজার থেকে কুয়াকাটা পর্যন্ত।

যা হোক, ওয়াসফিয়া নাজরিন আর মুসা ইব্রাহীমদের সাহসিকতায় সেই দুঃখের দিন অবশেষে ফুরিয়েছে। সজল খালেদের মত দুঃসাহসী তরুণরা বিজয়শৃঙ্গ স্পর্শ করার আকাঙ্ক্ষায় নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে তবেই থেমেছেন। ‘বাংলাদেশী’ নামটি শুনলে দেশ-বিদেশের অনেক পর্যটক-ভ্রমণকারী এখন সসন্মানে পথ ছেড়ে দেয়।

chardike-ad

ওয়াসফিয়া কিংবা মুসা ইব্রাহীমদের পদাঙ্ক অনুসরণ করে যেসব টগবগে তরুন নতুন নতুন অভিযানে বেড়িয়ে পড়তে উন্মাতাল হয়ে আছেন কিন্তু পর্যাপ্ত অর্থ, সুযোগ কিংবা জ্ঞানের অভাবে শুরুটা করতে পারছেননা, তাদের জন্য প্রিয়’র এই আয়োজনে থাকছে পাঁচটি সংস্থার বিবরণ যারা ভ্রমণে ইচ্ছুকদের জন্য প্রায় বিনা খরচ কিংবা নামমাত্র খরচে ভ্রমণের ব্যবস্থা করে দেয়ঃ

১। World Wide Opportunities on Organic Farms(WWWOOF):

WWOOF মূলত বিশ্বব্যাপী Organic Lifestyle- এর প্রসারের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি বিশ্বের বিশ্বের প্রায় ৫৩টি দেশে অভিযাত্রীদের প্রায় বিনা খরচে থাকার ব্যবস্থা করে দেয়, বিনিময়ে অভিযাত্রীদের WWWOOF-এর নিজস্ব বাগানে স্বেচ্ছাসেবক হয়ে কিছু কাজ করে দিতে হবে। বিস্তারিতঃ www.wwoofinternational.org

২। Help Exchange:

এই সংস্থাটি এর সদস্যদের জন্য সাহায্যকারী অতিরিক্ত এক জোড়া হাতের ব্যবস্থা করে দেয়। হেল্প এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় বিভিন্ন স্থানে ভ্রমণে ইচ্ছুকদের পাঠানো হয় এবং ছোট খাটো কাজের বিনিময়ে (যেমন বাগানের কাজ, স্কুলে কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক অথবা কমিউনিটি সেন্টার) ভ্রমণের সুযোগ করে দেওয়া হয়। নির্দিষ্ট অংকের মেম্বারশিপ ফি প্রদান করে সংস্থাটিতে সদস্যপদের জন্য আবেদন করতে পারেন। বিস্তারিতঃ www.helpx.net

৩। HF Holidays, Europe:

এই সুযোগটি মূলত অভিজ্ঞ পর্যটকদের জন্যই প্রযোজ্য। ইউরোপের এই জনপ্রিয় হলিডে অপারেটর ভ্রমণে ইচ্ছুকদের বিনামূল্যে থাকার জায়গা, খাবার, এবং গোটা ইউরোপ ঘুরে দেবার ব্যবস্থা করে দেয়। তবে বিনিময়ে পর্যটকটিকে তার অভিজ্ঞতা শেয়ার করতে হবে পুরো গ্রুপের সাথে। বিস্তারিতঃ www.hfholidays.co.uk

৪। United Nation:

জাতিসংঘের ভ্রমণসংক্রান্ত এই কর্মসূচিটি মূলত পেশাজীবীদের সহায়তা করার জন্য পরিকল্পনা করা হয়েছে, তবে মূল প্রোজেক্টের পাশাপাশি জাতিসংঘ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানকে এই পরিকল্পনার আওতায় সহায়তা করে। বিস্তারিতঃ www.unv.org

৫। Sudan Volunteer Programme:

বিশ্বের বিভিন্ন স্থানে অবহেলিত শিশুদের ইংরেজি শেখানো সহ বিভিন্ন কমিউনিটি ওয়ার্ক করে দিলে এর বিনিময়ে পাচ্ছেন ভ্রমণের সুযোগ- এমন সুযোগ হাতছাড়া করা নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ হবেনা! কষ্টেসৃষ্টে বিমানভাড়াটা যোগার করতে পারলে বাকি সব দায়িত্ব এই সংস্থাটির। বিস্তারিতঃ www.svp-uk.com

নোটঃ ভ্রমণ বিষয়ক সিদ্ধান্ত নেবার আগে গন্তব্যের নানান খুঁটিনাটি বিষয়ে (আবহাওয়া, কালচার, খাদ্যাভ্যাস কিংবা আইনগত) প্রয়োজনীয় তথ্য জেনে রাখা জরুরী। এ প্রসঙ্গে উপরে উল্লেখিত সাইটগুলো ভালো করে গবেষণা করে নেওয়ার জন্য অনুরোধ করা হল।