Search
Close this search box.
Search
Close this search box.

রিজার্ভ বৃদ্ধির পেছনে জাতিসংঘ শান্তি রক্ষীদের রেমিট্যান্স

REMITTANCE৪৩ বছরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে বাংলাদেশে। রিজার্ভের পরিমাণ হচ্ছে ২২ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলার বা দুই হাজার দুইশত আটত্রিশ কোটি ডলার। রফতানি বৃদ্ধি, শান্তি রক্ষী বাহিনীর সদস্যদের ও প্রবাসীদের বেশি পরিমাণে রেমিট্যান্স পাঠানোতে রিজার্ভ বেড়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী এ পরিমাণ রিজার্ভ দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

chardike-ad

বৈদেশিক মুদ্রার রিজার্র্ভ বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অর্থনীতির সবগুলো সূচকের স্থিতিশীলতার কারণেই এটা সম্ভব হয়েছে। রিজার্ভের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলেও সংবাদিকদের জানান তিনি।

কোন ধরনের উৎসব না থাকার পরেও বৈদেশিক মুদ্রার রির্জাভ বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান শীর্ষ নিউজকে বলেন, অক্টোবর মাসের তুলানয় নভেম্বর মাসে বাংলাদেশের রফতানি বৃদ্ধি পেয়েছে ২৪ শতাংশ। একই সময়ে প্রায় ১৫ শতাংশ রেমিট্যান্স বেশি এসেছে।

এসময় রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে জাতিসংঘ শান্তি মিশনের টাকা বাংলাদেশে আসায়। জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত বাংলাদেশের সেনাবাহিনী ও সদস্যরা বাইশ কোটি আশি লাখ টাকার রেমিটেন্স পাঠিয়েছে এ মাসে। তাই রির্জাভ বেশি হয়েছে বলে জানান তিনি।

চলতি বছরের নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা মোট রেমিট্যান্স পাঠিয়েছে এক হাজার ৬৮ কোটি টাকা বলে জানা গেছে বাংলাদেশ ব্যাংক সূত্রে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান জানান, রেমিট্যান্সের পাশাপাশি রফতানি আয়ের প্রবৃদ্ধি বৃদ্ধি পাওয়ায় রিজার্ভ বেড়েছে। যদি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল থাকে তাহলে রির্জাভ বৃদ্ধির এ ধারা আরো অব্যহাত থাকবে বলে জানিয়েছেন তিনি।