Search
Close this search box.
Search
Close this search box.

আইএসআইএস দ্বারা ক্ষতিগ্রস্তদের শরণার্থী শিবিরে জোলি

শরণার্থী শিবিরের শিশুদের সঙ্গে জোলি
শরণার্থী শিবিরের শিশুদের সঙ্গে জোলি

জাতিসংঘের মানবাধিকার বিভাগের দূত হিসেবে কাজ করছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি এ অভিনেত্রী তার কাজের অংশ হিসেবে গিয়েছিলেন উত্তর ইরাকের একটি শরণার্থী শিবিরে। এ সময় জঙ্গি সংগঠন আইএসআইএস দ্বারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেছেন এ অভিনেত্রী।

২৫ জানুয়ারি, বুধবার জাতিসংঘের দুই দিনের একটি সফরে উত্তর ইরাকের কুর্দিস্তানে গিয়েছিলেন জোলি। এ সময় শরণার্থী শিবিরের মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্নভাবে সাহায্য করেন ৩৯ বছর বয়সি এ তারকা ।

chardike-ad

২০১৪ সালের ডিসেম্বরে তৈরি হয় ‘খানকে ক্যাম্প’ নামের এ শরণার্থী শিবির। এখানে বসবাসরত সকল মানুষই আইএসআইএস সংগঠন দ্বারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ।

জোলি বলেন, যেসব শিশু তাদের পিতা-মাতা হারিয়েছে তারা এখানে বসবাস করছে। এখানে ১৯ বছর বয়সি একজন শিশু রয়েছে, যে কিনা তার পরিবারের একজন মাত্র উপার্জনক্ষম সদস্য। সে একা তার সাত ভাই-বোনের ভরণ-পোষণের যোগান দিচ্ছে।

তিনি আরও বলেন, এখানে একজন মা রয়েছে যার সন্তানকে আইএসআইএস জিম্মি করেছে। একজন মা হিসেবে আমি এর চেয়ে ভয়ংকর কিছু ভাবতে পারছি না।