Search
Close this search box.
Search
Close this search box.

আবার বাংলাদেশে বসছে বিশ্বকাপ

icc-t20

গত বছরের মার্চ-এপ্রিলে বাংলাদেশে বসেছিল পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

chardike-ad

দেশের ক্রীড়ামোদীদের মন থেকে এখনো সেই সৌরভ হারিয়ে যায়নি নিশ্চয়ই। এর মাঝেই বাংলাদেশ ক্রিকেটের জন্য আবারো সুখবর। বাংলাদেশ ২০১৬ সালে আবারো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। এটা অবশ্য অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আসর। বৃহস্পতিবার দুবাইয়ে আইসিসির সভা শেষে এই তথ্য জানানো হয়।

বাংলাদেশ ছাড়া আইসিসির ক্রীড়া আসর আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডও। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। মার্চের ১১ থেকে এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত সেই আসরটির সময়সীমা ধরা হয়েছে। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ভার পড়েছে ইংল্যান্ডের কাধে। এছাড়া ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি ও মেয়েদের বিশ্বকাপও হবে ইংল্যান্ডে। অন্যদিকে নিউজিল্যান্ড ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করবে। একই বছর ভারতের পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর।