Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় অবৈধ অভিবাসী ফের বাড়ছে

দক্ষিণ কোরিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীর সংখ্যা আবারও ২ লক্ষ ছাড়িয়ে গেছে। ২০০৭ সালের পর বিগত সাত বছরের মধ্যে এ সংখ্যা সর্বোচ্চ অঙ্কে পৌঁছেছে।

কোরিয়ার আইন মন্ত্রণালয়ের ভাষ্য অনুসারে, ২০১৪ সালের শেষ নাগাদ দেশটিতে অবস্থানরত অবৈধ বিদেশীর সংখ্যা ছিল ২ লক্ষ ৮ হাজার ৭৭৮ যা ২০১৩ সালের (১ লাখ ৮৩ হাজার ১০৬) তুলনায় ১৪ শতাংশ বেশী।

chardike-ad

সাম্প্রতিক সময়ের মধ্যে ২০০৭ সালে সবচেয়ে বেশী ২ লক্ষ ২৩ হাজার ৪৬৪ জন অভিবাসী বেআইনিভাবে কোরিয়ায় ছিলেন। ২০০৮ সাল (২ লাখ ৪৮৯) থেকে অংকটা কমতে কমতে ২০১৩ সাল পর্যন্ত ২ লক্ষের বেশ নীচে নেমে যায়।