Search
Close this search box.
Search
Close this search box.

কাগজপত্রে জালিয়াতিঃ কঠোর হচ্ছে কোরিয়ার অভিবাসন আইন

দক্ষিণ কোরিয়ায় অভিবাসন পেতে ভুয়া কাগজপত্র বা ভুল তথ্য সরবরাহকারী বিদেশীদের জন্য শাস্তির বিধান আরও কঠোর করতে যাচ্ছে দেশটির সরকার। এ সংক্রান্ত একটি বিল ইতোমধ্যে মন্ত্রীসভায় অনুমোদনের পর জাতীয় সংসদে উত্থাপনের অপেক্ষায় রয়েছে।

প্রস্তাবিত আইনের সংশোধনীতে অভিবাসন আবেদনপত্রে ভুল তথ্য প্রদান বা আনুষঙ্গিক ভুয়া কাগজপত্র জমাদানকারীদেরকে কোরিয়া থেকে বহিষ্কারসহ ৩ বছর পর্যন্ত জেল ও সর্বোচ্চ ২ কোটি উওন জরিমানার বিধান রাখা হয়েছে। বর্তমানে এ ধরণের অপরাধের ক্ষেত্রে ৫ লাখ উওন পর্যন্ত জরিমানা করা হয়ে থাকে।

chardike-ad

এছাড়া প্রস্তাবিত বিলে একজনের অ্যালিয়েন নিবন্ধন অন্য কেউ ব্যবহারের ক্ষেত্রেও অনুরূপ শাস্তির সুপারিশ করা হয়েছে।

তবে বিলটির ভাষাগত অস্পষ্টতার সুযোগ নিয়ে আইনের অপব্যবহার তথা লঘু পাপে গুরুদণ্ডের আশংকাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। জাতীয় সংসদের অনুমোদন পাওয়ার ছয় মাস পর নতুন আইন কার্যকর হবে।