Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় ধূমপান ত্যাগে আগ্রহীদের সংখ্যা বাড়ছে

নতুন বছরে তামাকজাত পণ্যের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির জেরে কোরিয়ায় ধূমপান ছেড়ে দিতে আগ্রহী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গণস্বাস্থ্য কেন্দ্রসমূহের ধূমপান ত্যাগ কর্মসূচীতে কেবল গত সপ্তাহেই নিবন্ধন করেছেন এক লক্ষেরও বেশী কোরিয়ান নাগরিক।

korean_cigarette_quitধূমপান নিরুৎসাহিত করার কৌশল হিসেবে কোরিয়া সরকার চলতি বছরের শুরু থেকে প্রতি প্যাকেট সিগারেটের মূল্য ২ হাজার উওন পর্যন্ত বৃদ্ধি করেছে। এর ফলে এক প্যাকেট সিগারেটের দাম দাঁড়িয়েছে সাড়ে চার থেকে পাঁচ হাজার উওন (চার থেকে সাড়ে চার মার্কিন ডলার)।

chardike-ad

এ বছর প্রতিদিন গড়ে ৬ হাজার ৫৮৩ জন কোরিয়ান নাগরিক ধূমপান ছেড়ে দিতে সহায়ক কর্মসূচীগুলোতে নাম লেখাচ্ছেন যা গত বছরের তুলনায় চারগুণ বেশী। এসব কর্মসূচীতে বিশেষায়িত পরামর্শ দান, তামাক নির্ভরতার মাত্রা নির্ধারণ ও ধূমপান ত্যাগ সহায়ক ওষুধপথ্য বিনামূল্যে প্রদান করা হয়।