Search
Close this search box.
Search
Close this search box.

জ্যাকি চ্যানের ছেলের কারাদণ্ড

jache

মাদকের মামলায় হলিউডের জনপ্রিয় অভিনেতা জ্যাকি চ্যানের ছেলে জ্যাসি চ্যানকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন চীনের একটি আদালত।

chardike-ad

মাদক গ্রহণ ও অন্যদের এ ব্যাপারে সাহায্য এবং আশ্রয় দেওয়ার জন্য ৩২ বছরের জ্যাসি চ্যানকে অভিযুক্ত করেন বেইজিংয়ের ডংচেন জেলা আদালত।

গত আগস্টে জ্যাসির বাড়িতে অভিযান চালিয়ে একশ গ্রামের বেশি মারিজুয়ানার পায় পুলিশ। এ সময় তাকে গ্রেফতার করা হয়। চীনে তারকাদের কাছে ব্যাপকভিত্তিতে ঔষুধের মধ্যে মাদক পৌঁছে দেওয়ার বিষয়টি তখন প্রকাশও পায়।

মাদক চালান ও ব্যবহারের দায়ে তার তিন বছরের কারাদণ্ড হতে পারে বলে সে সময় ধারণা করা হয়েছিল। কিন্তু বিচারক বৃহস্পতিবার তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। দুই হাজার ইউয়ান জরিমানাও করা হয় তাকে।

আগস্টে জ্যাসির সঙ্গে আটক তাইওয়ানের মুভিস্টার কাই কোকেও (২৩) কারাদণ্ড দিয়েছেন আদালত।

গত বছর চীনের প্রেসিডেন্ট শি জিন পিং মাদক ব্যবহার রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এরপর মাদক নির্মূল অভিযান পরিচালনা করে আসছে দেশটির পুলিশ।

তথ্যসূত্র : বিবিসি।