Search
Close this search box.
Search
Close this search box.

বিনা দোষে ৩৭ বছর বন্দি

sledge

বিনা দোষে প্রায় ৪ দশক কারাগারে বন্দি থাকার পর মুক্তি পেলেন জোসেফ স্লেজ (৭০) নামে যুক্তরাষ্ট্রের এক নাগরিক। গত ২৩ জানুয়ারি শুক্রবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা কারাগার থেকে মু্ক্তি পান তিনি।

chardike-ad

গলফ নিউজ ও কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ১৯৭৬ সালে জোড়া খুনের মামলায় জোসেফ স্লেজকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের পুলিশ। ৩৭ বছর পর গত ২৩ জানুয়ারি কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।

শুক্রবার উত্তর ক্যারোলিনা ইনোসেন্স তদন্ত কমিশন জানিয়েছে, জোসেফের বিরুদ্ধে ১৯৭৬ সালের সেপ্টেম্বরে ব্লাডেন কাউন্টি হোমের জোসেফিন ডেভিস (৭৪) এবং তার মেয়ে আইলিন ডেবিসকে (৫৩) হত্যার অভিযোগ আনা হয়েছিল। তদন্তে তার প্রমাণ মেলেনি। সম্প্রতি তার চুলের ডিএনএ টেস্টের পর এর সত্যতা খুজে পান তদন্তকারী দল।

টেস্টে প্রমাণ মেলে, মরদেহের কাছে যে চুল পাওয়া গিয়েছিল সেটা জোসেফের নয়। এটা কোনো কৃষ্ণাঙ্গের চুল। কিন্তু জোসেফ একজন শেতাঙ্গ।