Search
Close this search box.
Search
Close this search box.

ভেঙে যাচ্ছে চট্টগ্রাম বিভাগও

Hasina

জনকল্যাণ ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে এবার চট্টগ্রাম বিভাগও ভাঙা হচ্ছে। বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা নিয়ে একটি প্রশাসনিক বিভাগ গঠন হবে। ময়মনসিংহ বিভাগের কার্যক্রম শুরুর পাশপাশি বৃহত্তর ফরিদপুরকে বিভাগ করার পরিকল্পনা করছে সরকার।

chardike-ad

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব বিষয়ে অনির্ধারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এসব তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ময়মনসিংহকে প্রশাসনিক বিভাগ গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

মোশাররাফ হোসাইন ভূইঞা আরো বলেন, ‘আগের মত নতুন বিভাগের প্রয়োজনীয়তা নেই। তবে প্রশাসনিক বিকেন্দ্রীয়করণ এবং জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে সরকার। সে কারণে ময়মনসিংহ বিভাগ গঠন ছাড়াও ঢাকা বিভাগের ফরিদপুর এবং চট্টগ্রাম বিভাগের বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা নিয়ে আরো দুইটি বিভাগ গঠনের বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। নতুন এসব বিভাগ গঠনের বিষয়ে প্রশাসনিক সংস্কার সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি সম্ভাব্যতা যাচাই করবে।’

এর আগে গতকাল রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ঢাকাকে তিনটি বিভাগে বিভক্ত করার পরিকল্পনা করছে সরকার। গ্রেটার ডিসট্রিক্ট বা জনসংখ্যা হিসেবে ধরে আমরা এটা করি। তখন মানুষ সত্যিকার সেবাটা পাবে।’ এ সময় ময়মনসিংহকে বিভাগ করার কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘ঢাকায় ১৭টি জেলা। এটি সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে প্রশাসন চালানো কী যে কঠিন! এখানে আরো একটা বিভাগ হওয়া উচিত। ইতিমধ্যে আমরা ময়মনসিংহকে বিভাগ হিসেবে ঘোষণা দিয়েছি। অনেকে ঢাকা ছেড়ে যেতে চায়নি। এ রকম মতভেদ থাকবে। কিন্তু মানুষকে সত্যিকারভাবে সেবা দিতে গেলে মানুষের উন্নয়নের কাজ করতে গেলে এটা দরকার আছে।’