Search
Close this search box.
Search
Close this search box.

২৩ বছরেই প্রধান নির্বাহী

ceoযে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ একটি পদ প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইওর পদ। সাধারণ মানুষের কল্পনা, এ পদে যারা থাকেন নিশ্চয়ই তারা বয়সে একটু ভারী। তবে এমনো নজির আছে, যারা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনোর আগেই কাজ করছেন সিইও হিসেবে। কিন্তু এসব কল্পনাকে পিছনে ফেলে অল্প বয়সেই ‘হিপমাংক’ নামের এক অনলাইন ভ্রমণ কোম্পানির সিইও হিসেবে কাজ করছেন অ্যাডাম গোল্ডস্টেইন। তার বয়স মাত্র ২৩ বছর। এ বয়সেই ঘাড়ে নিয়েছেন বেশ গুরুদায়িত্ব।  উড়োপথে ভ্রমণ-সংক্রান্ত যে কোনো তথ্য, ফ্লাইটের সময়সূচি কিংবা টিকিট বা যে কোনো ধরনের তথ্য দিতে হিপমাংক বেশ তত্পর। ২০১১ সালে গুগল থেকে হিপমাংককে ফ্লাইট সার্চ সার্ভিস হিসেবে ঘোষণা দেয়ার পর কোম্পানিটির জনপ্রিয়তা বাড়ে। ২০১৪ সালের মে মাস পর্যন্তও যাদের তহবিলের পরিমাণ ছিল ২০ মিলিয়ন মার্কিন ডলার। আর এ কোম্পানির সিইও হিসেবেই কাজ করছেন গোল্ডস্টেইন। নিউজার্সিতে জন্মগ্রহণ করা এ তরুণ স্নাতক পাস করেন নিউজার্সির পিনগ্রি স্কুল থেকে।

ভারতের বেঙ্গালুরুর আরেক তরুণ সুহাস গোপিনাথ। নামের সঙ্গে চরিত্রেরও যথেষ্ট মিল রয়েছে। বেড়ে ওঠা ভারতেই। মাত্র ২৮ বছর বয়সে গ্লোবাল ইনকরপোরেশনের সিইওর দায়িত্ব পালন করেন এ তরুণ। গ্লোবাল ইনকরপোরেশন একটি সুপরিচিত আইটি বহুজাতিক কোম্পানি। যখন তার বয়স মাত্র ১৭, তখন তাকে সবচেয়ে কমবয়সী সিইও হিসেবে প্রকাশ করা হয় বিবিসি, টাইমস অব ইন্ডিয়া, ওয়াশিংটন টাইমসের মতো সংবাদ মাধ্যমগুলোয়। বণিকবার্তা।

chardike-ad