Search
Close this search box.
Search
Close this search box.

আফগানিস্তানে তুষার ধসে মৃতের সংখ্যা বেড়ে ২শ

afganআফগানিস্তানে প্রবল তুষারপাত-সৃষ্টি উপর্যুপরি তুষার ধসে মৃতের সংখ্যা ২শ’ ছাড়িয়েছে। কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা বলেন। বেশির ভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে কাবুলের উত্তরে পাঞ্জশির প্রদেশে। প্রদেশটিতে অন্তত ২৬৮ জনের মৃত্যু হয়েছে। ভারপ্রাপ্ত প্রাদেশিক গভর্নর আবদুল রহমান এএফপিকে এ কথা বলেন।

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, রাজধানী কাবুলের উত্তরাঞ্চলে অবস্থিত পাঞ্জশির প্রদেশে তুষারধসের ঘটনায় মসজিদ, স্কুল ও প্রায় ১০০ বাড়ি ধ্বংস হয়েছে। মৃদু শীতের পর হঠাৎ করেই তুষারপাতের ঘটনায় স্থানীয় অধিবাসীরা অবাক হয়েছেন। সূত্র জানায়, আফগানিস্থানের উত্তরাঞ্চলে এ ধরনের তুষারধসের ঘটনা প্রায়ই ঘটে থাকে। আর তাতে বহু মানুষের প্রাণহানিও ঘটে। ২০১০ থেকে ২০১২ সালে মধ্যে বেশ কয়েকবার এমন মারাত্মক তুষারধস হয়েছে। তবে গভর্নর বলছেন, পাঞ্জশির প্রদেশের লোকজন গত তিন দশকে এমন মারাত্মক তুষারধস দেখেনি।

chardike-ad