Search
Close this search box.
Search
Close this search box.

কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি শেখ সেলিমের

selimখালেদা জিয়ার সঙ্গে বৈঠক করায় বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

সোমবার জাতীয় সংসদে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খালেদা জিয়া কে? হু ইজ খালেদা জিয়া? আলোচনা করলে, সরকারের সাথে বা বিরোধীদলের সাথে করেন। এরপরও তার সাথে আলোচনা করলে, কূটনৈতিক রীতিনীতি ভঙ্গের জন্য যা করার করা হবে।’

chardike-ad

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কূটনৈতিক শিষ্টাচার মেনে চলেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাবেন না। যদি মাথা ঘামান, তাহলে যা দরকার তাই করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে কোনো বিদেশি হস্তক্ষেপ চলবে না। বিদেশিরা আমাদের প্রভু না।’

এসময় নাগরিক সমাজের প্রতিনিধিদের সমালোচনা করে শেখ সেলিম বলেন, ‘এদের কারা সুশীল বানাল? এরা নিজেরা নিজেদের সুশীল বানিয়েছে। এই সুশীলদের কয়জন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে? তারা পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছে। তারা সংলাপের নামে সন্ত্রাসীদের উৎসাহিত করছে।’ শীর্ষনিউজ।