Search
Close this search box.
Search
Close this search box.

টিউশন ফি কমাবে কোরিয়ার ৪১ বিশ্ববিদ্যালয়

Korea_University
কোরিয়া বিশ্ববিদ্যালয়

দক্ষিণ কোরিয়ার ৪১ টি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এ বছরেই টিউশন ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। মূলত শিক্ষার্থী ও তাদের পরিবারের লেখা পড়ার ক্ষেত্রে আর্থিক বোঝা লাঘব করার উদ্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল ও পাবলিক ইউনিভার্সিটিজ।

দেশটির সবচেয়ে বড় ও স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ইয়নসে ইউনিভারসিটি গতবছরের তুলনায় চলতি বছরে তাদের টিউশন ফি’র ০.২ শতাংশ কমিয়েছে। সিউলে এটিই প্রথম কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা টিউশন ফি কমালো। এছাড়া সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি, ইহোয়া উইমেন্স ইউনিভার্সিটি, সুকমিইয়ং ও সাংশিন উইমেন্স ইউনিভার্সিটিও টিউশন ফি কমানোর ব্যাপারে উদ্যোগী হয়েছে।

chardike-ad