Search
Close this search box.
Search
Close this search box.

ফেসবুকের ছবিতেও এবার স্টিকার সুবিধা

facebook-stickersফেসুবক চ্যাটে এবং কমেন্টে অনেক সময় কোনো কথা না লিখেও মনের ভাব সহজেই প্রকাশ করে দেয়া যায় স্টিকারের মাধ্যমে। আবার কথার সঙ্গে স্টিকার যোগ করলে সেটা আরও সুন্দর হয়ে উঠে। স্টিকারের পুরো কনসেপ্টটিই আসলে মজাদার।

হাফিংটোন পোস্টের খবরে বলা হয়েছে, এবার ফেসবুকে ছবির ক্ষেত্রেও স্টিকার সুবিধাটি পাওয়া যাবে। নতুন ফিচারের আওতায় ফেসবুকে ছবি আপলোড করার সময় পছন্দমত স্টিকার লাগাতে পারবেন ব্যবহারকারীরা। তবে কেবলমাত্র মোবাইলে ফেসবুক ব্যবহারকারীরাই এই সুবিধাটি পাবেন। ডেস্কটপ বা ল্যাপটপে ফেসবুক ব্যবহারকারীরা নয়।

chardike-ad

মোবাইল ব্যবহারকারীরা ফেসুবকে ছবি আপলোড করার সময় স্টিকার যোগ করার জন্য নতুন একটি আইকন দেখতে পাবেন। এই ফিচারে ৫২টি ক্যাটাগরির স্টিকার পাওয়া যাবে। ব্যবহারকারী আপলোডকৃত ছবিটির ওপর পছন্দের স্টিকারটি ড্র্যাগ, পিঞ্চ, স্ট্রেচ কিংবা রোটেটও করতে পারবেন নিজের পছন্দমতো।

এশিয়ার বেশ কয়েকটি দেশে ইতিমধ্যে এই সুবিধা চালু করা হয়েছে বলে জানা গেছে।