Search
Close this search box.
Search
Close this search box.

বাজারে এলো বিশ্বের সবচেয়ে দামি বাইক

feline-oneসুইজারল্যান্ডের মোটরবাইক কোম্পানি ফিলাইন সম্প্রতি ফিলাইন ওয়ান নামের উচ্চ কারিগরি ক্ষমতাসম্পন্ন বাইক বাজারে এনেছে। তবে এই মডেলের মাত্র ৫০টি বাইক ছেড়েছে তারা।

বিখ্যাত ফরাসি ডিজাইনার ইয়াকুবা অত্যাধুনিক এই বাইকটির ডিজাইন করেছেন।

chardike-ad

ইতোমধ্যে বাইকটি বিশ্বের সবচেয়ে দামি বাইকের তকমা পেয়েছে। এটির দাম পড়বে ২৮ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ১৮ লাখ টাকার মতো।
ফিলাইন ওয়ান নামের এই মডেলটি কার্বন, টাইটানিয়াম, উন্নত অ্যালুমিনিয়াম এবং চামড়ার তৈরি।

কোম্পানিটি বলছে, ৪ বছর ধরে প্রযুক্তিগত গবেষণা চালানোর পর তারা বাইকটি উৎপাদন করেছে।

ডিজাইনার ইয়াকুবা জানান, এটি মোটরসাইকেলের চেয়ে বেশি কিছু। বিলাসী গ্রাহকদের জন্য উচ্চ প্রযুক্তি ব্যবহার করে এটি বানানো হয়েছে। ১০ বছর ধরে আমি বিশ্বের বিভিন্ন প্রান্তের সবচেয়ে ভালো ইঞ্জিনগুলো পরীক্ষা করেছি। শেষ পর্যন্ত আমি ভবিষৎ প্রজন্মের বাইক ফিলাইন ওয়ান বানাতে সক্ষম হয়েছি।

৮০১ সিসির এই বাইকটিতে ৩ সিলিন্ডার ইঞ্জিন এবং ৬টি গিয়ারবক্স আছে। তবে এর ওজন মাত্র ১৫৫ কেজি।

সূত্র: এনডিটিভি