Search
Close this search box.
Search
Close this search box.

ভারতীয় বুকির ছবি দেখানো হয়েছিল আল আমিনকে!

13-Al-Amin_0 (Custom)পেসার আল আমিনকে দেশে পাঠানো নিয়ে নতুন মাত্রা যোগ হয়েছে৷ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুকিদের সঙ্গে আল আমিনের যোগ থাকার এই ঘটনার সঙ্গে এ বার জড়িয়ে গেল এক ভারতীয়ের নাম৷ ভারতীয় ওই ‘বুকি’-র সঙ্গে আল আমিনের যোগাযোগের জের ধরে এমন ঘটনা ঘটে। আর তড়িঘড়ি বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে তাদের দেশের বোলারের সঙ্গে বুকিদের যোগ থাকার ঘটনা অস্বীকার করেছে৷

ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়, ঘটনা হলো ক্যানবেরায় আইসিসির দুর্নীতি দমন শাখার অফিসাররা আল আমিনকে এক ব্যক্তির ছবি দেখিয়ে জিজ্ঞেস করেন, তাঁকে আল আমিন চেনেন কি না৷ বাংলাদেশের ওই পেসার বলেছিলেন, ওই ব্যক্তিকে তিনি চেনেন৷ তিনি জানান, অক্টোবরে চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে গিয়ে তাঁর সঙ্গে ওই ব্যক্তির পরিচয় হয় বিমানবন্দরে৷ ওই ব্যক্তি নাকি যেচে আল আমিনের সঙ্গে আলাপ করেন এই বলে যে তাঁর খেলা ভালো লাগে৷

chardike-ad

ওই ব্যক্তি থেকে নাকি বাংলাদেশের ওই বোলারকে দূরে থাকার পরামর্শ দিয়েছিল আইসিসির দুর্নীতিদমন শাখা৷ বাংলাদেশের এক সাংবাদিক আল আমিনকে প্রশ্ন করেন, বুকির ছবি দেখানোর বিষয়টি নিয়ে৷ যার উত্তরে আল আমিন বলেন, ‘হ্যাঁ, ওরা যা আমাকে জিজ্ঞেস করেছে, তার জবাব দিয়েছি৷ তবে এটাও বলছি, আইসিসির দুর্নীতি দমন শাখার অফিসারেরা আমাকে বলেছে, আমার বিরুদ্ধে তাদের কোনও অভিযোগ নেই৷’ কেঁদে ফেলেন তিনি৷ বলেন, ‘কী বলার আছে? আমি টিমরুল ভেঙেছি৷ সেটির শাস্তি পেয়েছি৷ বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কিছু বলার নেই৷’

ঠিক কী হয়েছিল ১৯ ফেব্রুয়ারি রাতে?

টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে গভীর রাত পর্যন্ত টিম হোটেলের বাইরে ছিলেন আল আমিন৷ স্থানীয় সময় রাত ১১টা নাগাদ হোটেলের বাইরে যান৷ ফেরেন মধ্যরাতের পরে৷ এর জেরে তাঁকে দ্রুত দেশে পাঠিয়ে দেওয়া হয়৷ নামপ্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ টিমের এক কর্তা জানান, কেন আল আমিন বাইরে ছিলেন, তার কারণ হিসেবে ওই ক্রিকেটার অনেক রকম কথা বলেন৷ ‘প্রথমে আল আমিন বলেন, তিনি একটা সিম কার্ড কিনতে গিয়েছিলেন৷ যা সন্দেহ বাড়িয়ে দেয়৷ কারণ, আল আমিনের কাছে তখন একটা সিমকার্ড ছিল৷ এর পর আল আমিন বলেছিলেন, তিনি একটি নাইট ক্লাবে গিয়েছিলেন৷ যা টিম ম্যানেজমেন্ট বিশ্বাস করেনি৷ কারণ, সে দিন খুব খারাপ আবহাওয়া ছিল আর আল আমিনের সঙ্গে কোনও বন্ধুও ছিল না৷’