Search
Close this search box.
Search
Close this search box.

বিজ্ঞাপন খরচ কমাচ্ছে কোরিয়ার শীর্ষ বানিজ্যিক প্রতিষ্ঠানগুলো

মন্দা অর্থনীতির কারণে পর্যাপ্ত মুনাফা না হওয়ায় বিজ্ঞাপনের জন্য বরাদ্ধ কমিয়ে দিচ্ছে কোরিয়ান বানিজ্যিক প্রতিষ্ঠানসমূহ। কোরিয়ান বানিজ্য বিশ্লেষক ওয়েবসাইট চেবল.কমের এক সাম্প্রতিক সমীক্ষায় এমন তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপনখাতে সবচেয়ে বেশী খরচ করে থাকে এমন ৩০টি শীর্ষ কোরিয়ান বানিজ্যিক প্রতিষ্ঠানের গত দুই বছরের বিজ্ঞাপন বাজেট পর্যালোচনা করে সমীক্ষা প্রতিবেদনটি তৈরি করা হয়। এতে দেখা যায়, বিজ্ঞাপনের জন্য সবচেয়ে বেশী ব্যয় করেছে স্যামসাং ইলেক্ট্রনিকস। ২০১৪ রাজস্ব বছরে প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন বাবদ ব্যয় ছিল ৭৪ হাজার ৩৮০ কোটি উওন (৬৬ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার) যা ২০১৩ সালের তুলনায় ২৬.১ শতাংশ কম।

chardike-ad

মুনাফা ও শেয়ার বাজারে দর দুটোই বৃদ্ধির পরও বিজ্ঞাপন বাজেট ৫.৬ শতাংশ কমিয়ে ২৬ হাজার ৪৫০ কোটি উওনে নামিয়ে এনেছে কোরিয়ার শীর্ষস্থানীয় প্রসাধনী সামগ্রী বিক্রেতা অ্যামোরপ্যাসিফিক।

এক বছরে শীর্ষ ৩০টি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন খরচ গড়ে কমেছে ৪.৩ শতাংশ।