Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার কার্যালয়ে

gulshan-officeবিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করতে তার গুলশান কার্যালয়ে গেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটসহ ইউরোপীয় ইউনিয়নের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল।

সন্ধ্যা পৌনে ৭টার সময় তারা খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে যান। বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এটিই বার্ণিকাটের প্রথম বৈঠক। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, ইতালি, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডের হাইকমিশনার ও রাষ্ট্রদূত।

chardike-ad

এছাড়া বৈঠকে অংশ নিচ্ছেন খালেদা জিয়ার সঙ্গে কার্যালয়ে অবস্থানকারী দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।