Search
Close this search box.
Search
Close this search box.

হাশিম আমলার বিশ্ব রেকর্ড

Hashim-Amla
আয়ারল্যান্ডের বিপক্ষে শতরানের ইনিংসে হাশিম আমলার একটি বাউন্ডারি শট।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ৩, ৪ ও ৫ হাজার রানের রেকর্ড গড়ার পর আজ আরও একটি রেকর্ড নিজের করে নিলেন দক্ষিণ আফ্রিকান ওপেনার হাশিম আমলা।

এবার দ্রুততম সময়ে ২০তম সেঞ্চুরির মাইলফলকে পৌছানোর নতুন রেকর্ড গড়লেন তিনি। ক্যানবেরায় মানুকা ওভালে আজ বিশ্বকাপের ২৪তম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০৮তম ইনিংসে ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি করেন আমলা।

chardike-ad

একদিনের ক্রিকেটে এটিই সবচেয়ে দ্রুত ২০তম সেঞ্চুরির রেকর্ড। এর আগে ভারতের বিরাট কোহলি ২০ সেঞ্চুরি করেছিলেন ক্যারিয়ারের ১৩৩ ইনিংসে।

এই তালিকায় ৩য় স্থানে প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। একদিনের ক্রিকেটের দ্রুততম অর্ধশতক,শতক এবং দেড়শতক রানের মালিক ১৭৫ ইনিংস খেলে পেয়েছেন ২০ তম শতক।

এর আগে কিংবদন্তি ভিভ রিচার্ডস আর বিরাট কোহলিকে টপকে সবচেয়ে কম ইনিংসে ৫ হাজার পূর্ণ করেন আমলা।

তারও আগে দ্রুততম ৩ ও ৪ হাজার রানের রেকর্ডও নিজের করে নেন প্রোটিয়াদের অন্যতম ভরসা আমলা। ভিভ রিচার্ডসকে টপকে ওই রেকর্ড গড়েন তিনি।