Search
Close this search box.
Search
Close this search box.

‘আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য প্রস্তুত নয় পাকিস্তান’

inzamanপাকিস্তান ক্রিকেট দল আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য যথেষ্ট প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজামাম উল হক। ঘরের মাঠে দীর্ঘ দিন আন্তর্জাতিক ম্যাচ না খেলাকে এজন্য দায়ী করেন তিনি।

শনিবার মুলতানে তার নামে খোলা একটি প্রশিক্ষণ অ্যাকাডেমি উদ্বোধন করে সাংবাদিকদের এ কথা বলেন ইনজামাম।

chardike-ad

ইনজামাম বলেন, “১৬ বছর পর এই হার থেকেই বোঝা যায় পাকিস্তান ক্রিকেট দলের কি অবস্থা। আমাদের এ জন্য শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা দরকার”।

২০০৯ সালের মার্চ মাসের পর থেকে পাকিস্তানে কোনো বাইরের দল আন্তর্জাতিক ম্যাচ খেলতে আসেনি। এই আন্তর্জাতিক অনুপস্থিতিকেই তিনি পাকিস্তান দলের ক্রম অধঃপতনের জন্য দায়ী করেন।

“এমন নয় যে আমাদের প্রতিভার অভাব আছে। কিন্তু তারা নিজেদের প্রস্তুত করার সুযোগ পাচ্ছে না। আন্তর্জাতিক আসরে তো বটেই ঘরোয়া ক্রিকেটের জন্যও যথেষ্ট প্রস্তুত নয় তারা। এ জন্য অতি সত্বর সরকার, ক্রিকেট বোর্ডসহ সবাইকে এগিয়ে আসতে হবে। পরিকল্পনার অভাবটাই এখন মূল সমস্যা”।

এর আগে পাকিস্তানের প্রধান কোচ ওয়াকার ইউনিস দলের প্রধান নির্বাচক হিসেবে ইনজামাম উল হকের নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু বোর্ড তা উপেক্ষা করে বিশ্বকাপের পর হারুণ রশিদ কে সে দায়িত্ব দেয়।