Search
Close this search box.
Search
Close this search box.

ইউটিউবে পোস্ট করা প্রথম ভিডিও

youtube

দশ বছর পূর্ণ করল ইউটিউব। আজ থেকে ১০ বছর আগে, ২৩ এপ্রিল ২০০৫ সালে ইউটিউবে প্রথম ভিডিও পোস্ট করেছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত জাভেদ করিম। সান দিয়েগোর জু’র হাতির খাঁচার সামনে শুট করা ১৯ সেকেন্ডের সেই ভিডিওর নাম ছিল মি অ্যাট দ্য জু।

chardike-ad

এক দশক আগে পেপ্যাল কর্মী চাদ হারলে ও স্টিভ চেনের সঙ্গে একসঙ্গে যেই ইউটিবে যাত্রা শুরু করেছিলেন করিম, এক দশক পর সেই ইউটিইবই ভিডিও আপলোড, ভিউ, ভিডিও শেয়ার, প্রোমোশনের জনপ্রিয়তম প্ল্যাটফর্ম। জাস্টিন বিবার ও জোয়েলার মতো পপস্টারদের আঁতুরঘর ইউটিউবকে ২০০৬ সালে ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারে কিনে নেয় গুগল।

এই দশ বছরে ইউটিউবে সবথেকে ভিউ হয়েছে গ্যাংনাম স্টাইল ভিডিও। মোট ২.২৪ বিলিয়ন ভিউ জনপ্রিয় করেছে দক্ষিণ কোরিয়ার অখ্যাত র‌্যাপারকে। গুগল ও ফেসবুকের পর বিশ্বের তৃতীয় জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব। আজ প্রতিমাসে ইউটিউবের ইউনিক ইউজার সংখ্যা ৮০০ মিলিয়ন। প্রতি মিনিটে অন্তত ৩০০ ঘণ্টার ভিডিও আপলোড হয় ইউটিউবে।

ভিডিওঃ