Search
Close this search box.
Search
Close this search box.

কাকাও স্টোরি কোরিয়ার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম

kakao stryটুইটার কিংবা ফেসবুক না, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম কাকাওস্টোরি। সম্প্রতি হানকুক রিসার্চের করা এক সমীক্ষায় এমন তথ্য উঠে আসে।

সমীক্ষায় অংশ নেয়া ১৩ থেকে ৬৯ বছর বয়সী সর্বমোট ৯ হাজার ৩ শত ৮১ জন কোরিয়ানের মধ্যে ৫১.৮ শতাংশই গত বছর দাউম কাকাউ কোম্পানীর নিয়ন্ত্রাধীন কাকাউস্টোরি ব্যবহার করেন। এর পরের অবস্থান ফেসবুক এবং আরেকটি দেশীয় প্রতিষ্ঠান নাভের কর্প দ্বারা পরিচালিত ব্যান্ড।

chardike-ad

মূলত ৩০ হতে ৪০ বছর বয়সীরাই কাকাওস্টোরি ও ব্যান্ড ব্যবহার করে থাকেন। শুধু মাত্র পরিচিতদের সাথে যোগাযোগ করা যায় বলেই মধ্যবয়সীরা এই দুই মাধ্যমকে নিরাপদ বলে বিবেচিত করেন এবং ব্যবহার করেন। আর ১০ থেকে ২০ বছরের কোরিয়ান ফেসবুক ও টুইটারের প্রতি আকৃষ্ট। উল্লেখ্য যোগ্য আরেকটি বিষয় কাকাওস্টোরির ব্যবহারকারীর সিংহভাগই মহিলা। অপরদিকে পুরুষের পছন্দের তালিকার শীর্ষে ফেসবুক এবং ব্যান্ড। খবর ইয়নহাপ।