Search
Close this search box.
Search
Close this search box.

টি-টোয়েন্টিতেও পাকিস্তান বধ

cricketওয়ানডে সিরিজে বাংলাওয়াশের পর এবার টি-টোয়েন্টিতেও সাফল্য দেখালো বাংলাদেশ। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেটে জয় পেলো মাশরাফিরা।

টসে জিতে ব্যাটিং করতে নামে পাকিরা। টাইগাররা ফিল্ডিং আর বোলিং দিয়ে পাকিদের রান নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত ১৪২ রানের লক্ষ্য আসে টাইগারদের সামনে।

chardike-ad

জবাবে বেশ ভালোই শুরু করে মাশরাফিরা। ব্যাট হাতে নেমে প্রথম বলেই ৬ উপহার দেয় তামিম ইকবাল। কিন্তু ১৪ রানের মাথায় রান আউট হয়ে সাজ ঘরে চলে যেতে হয় সৌম্য সরকারকে।

এরপর কিছুটা চাপে পড়লেও ঘুরে দাড়াতে সময় লাগেনি টাইগারদের। শেষ পর্যন্ত সাব্বির আর সাকিবের অর্ধশত রানে ভর করে বাংলাদেশ দল পৌছে যায় জয়ে।

অনেক জল্পনা কল্পনা ছিলো টি-২০তে কি করবে টাইগাররা। কিন্তু দেখিয়ে দিলো, তারা পারে। সব ফরমেটেই পারে। তাইতো সাবেক টি-২০ বিশ্ব চ্যম্পিয়ন কে হারাতে কষ্ট হয়নি তাদের।