Search
Close this search box.
Search
Close this search box.

পরিচয় মিলেছে হামলাকারীদের, অধিকাংশই আ’লীগ-ছাত্রলীগ

khaleda-attackকারওয়ান বাজার এলাকায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারীদের পরিচয় পাওয়া গেছে। হামলাকারীরা অধিকাংশই স্থানীয় আ’লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হন বেগম খালেদা জিয়া।

শীর্ষস্থানীয় ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারসহ বেশ কয়েকটি গণমাধ্যম হামলাকারীদের চিহ্নিত করে নাম ও ছবি প্রকাশ করেছে।

chardike-ad

জানা গেছে, সোমবার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় হামলাকারীরা কারওয়ান বাজার ও তেজাগাঁও এলাকার পরিচিত মুখ।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এসব নেতারা যে ক্ষমতাসীন দলটির নেতাকর্মী তা স্থানীয় সূত্র, আ’লীগের নেতাকর্মী ও ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের মাধ্যমে সনাক্ত করা হয়েছে।

হামলাকারীদের নিজস্ব ফেইসবুক পেজ থেকেও সত্যতার প্রমাণ পাওয়া গেছে। খালেদার গাড়ি বহরে আক্রমণকারীদের বিভিন্ন সময় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগসহ শীর্ষ নেতাদের সঙ্গে দেখা গেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও তাদের অনেকের ছবি আছে।

এদিকে তেজগাঁও থানার ছাত্রলীগ তাদের ফেইসবুক পেইজে দাবি করেছে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে হামলা হয়েছে। সূত্র: দ্য ডেইলি স্টার

উল্লেখ্য, হামলার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন, কারওয়ান বাজারের ব্যবসায়ী যারা গত তিন মাস হরতাল-অবরোধে ক্ষতির শিকার হয়েছিলেন তারাই হামলা করেছে।