Search
Close this search box.
Search
Close this search box.

সংবাদ সম্মেলনে কাঁদলেন খালেদা জিয়া

khaledaসিটি করপোরেশন নির্বাচন ও বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি চেয়ারপারসেন বেগম খালেদা জিয়া। প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি।

রোববার দুপুরে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

chardike-ad

লিখিত বক্তব্যের একপর্যায়ে খালেদা জিয়া বলেন, ‘দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য আমাকে আন্দোলনে নামতে হয়েছে। আন্দোলনের একপর্যায়ে সরকার আমাকে গৃহবন্দি করে রাখে। সে সময় আমার ছোট ছেলে বিদেশে অসুস্থ ছিল। তখন তাকে বিদেশে দেখতে যাওয়ারও উপায় ছিল না। আমাকে কার্যালয় থেকে বের হতে দেয়া হয়নি। ফলে আমার প্রিয় পুত্রকে চিরতরে হারাতে হয়েছে।’

এসব কথা বলতে বলতে খালেদা জিয়া অশ্রুসজল হয়ে পড়েন। এসময় তিনি বারবার চোখ মুছছিলেন।

পরে আবেগ সংবরণ করে খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমার পরিবারের প্রিয় সদস্যকে হারালেও এখন আপনারাই আমার পরিবার। আপনাই আমার স্বজন। আমার সকল তৎপরতা আপনাদের ঘিরেই। আপনাদের অধিকার রক্ষায় আমার আন্দোলন চলবেই।’

এ সময় খালেদা জিয়া নির্বাচন কমিশন এবং সরকারের কঠোর সমালোচনা করেন।